জগলুল হুদা, রাঙ্গুনিয়া প্রতিনিধি: ছাত্রসমাজের গৌরব উজ্জ্বল ইতিহাস আজ ম্লান হতে চলেছে। ছাত্র নামদারী কিছু অছাত্র টেন্ডারবাজ ও চাঁদাবাজীর কারণে ছাত্রসমাজ আজ প্রতি পদে পদে কলংকিত হচ্ছে। আদর্শিক ছাত্র সমাজ গঠনে ছাত্রসেনার বিকল্প কোন ছাত্র সংগঠন নেই। এই ঐতিহ্য ধরে রাখতে জঙ্গী ও মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রসেনার কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রবিবার (২ এপ্রিল) বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলার (মধ্যম-দক্ষিণ) ব্যবস্থাপনায় প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ আল্লামা তৈয়ব আলী একথা বলেন।
উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাস্টার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সম্মেলনের সভাপতিত্ব করেন, মুহাম্মদ ছানাউল্লাহ। প্রধান বক্তা ছিলেন, উত্তরজেলা ছাত্রসেনার সহ সভাপতি মুহাম্মদ সরওয়ার উদ্দিন চৌধুরী।
উদ্বোধক ছিলেন, রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্টের প্রধান উপদেষ্টা হাফেজ ছৈয়দ রুহুল আমিন। এস.এম নুরুল্লাহ’ র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা কাজী মুছা নঈমী, পীরজাদা গোলামুর রহমান আশরাফ, মাওলানা আবদুল হামিদ নঈমী, মাওলানা দিলদার হোসেন নঈমী ও উপজেলা যুবসেনার সভাপতি মাহামুদুর রশিদ মাসুদ।
সাবেক উপজেলা সভাপতিদের মধ্যে বক্তব্য রাখেন, মুহাম্মদ করিম উদ্দিন হাসান, আজিম উদ্দিন আহমেদ, মোজাহেদুল ইসলাম, আরিফুর রহমান রাশেদ, মুহাম্মদ সাইফুল ইসলাম ও রাঙ্গুনিয়া উত্তর ছাত্রসেনার সভাপতি মিজানুর রহমান মাসুদ প্রমুখ।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রিয় ছাত্রসেনার সাধারণ সম্পাদক এইচ.এম শহীদুল্লাহ, সহ সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসতিয়াক রেজা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাহাদাত তানভীর।
পরে সর্বসম্মতিক্রমে ২০১৭-২০১৮ পরিষদের জন্য মুহাম্মদ মিজানুর রহমানকে সভাপতি, সৈয়দ মুহাম্মদ নুরুল্লাাহ কে সাধারণ সম্পাদক ও এইচ.এম ফরিদকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন নতুন কমিটির প্রধান নির্বাচন কমিশনার উত্তরজেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক মুহাম্মদ মফিজুর রহমান।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই