জগলুল হুদা,রাঙ্গুনিয়া(চট্টগ্রাম) সংবাদদাতা : দরিদ্র মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে সরকার গ্রাম পর্যায়ে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করেছে। এর মধ্যে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ দারিদ্রতা বিমোচনে তৃতীয় বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের গরীব মানুষের কথা চিন্তা করে সরকারের বড় অংকের অর্থ ভর্তূকি দিয়ে এধরণের প্রকল্প হাতে নিয়েছেন। সরকারের অর্থ ভর্তূকি দিয়ে দরিদ্র মানুষের কল্যাণে এধরণের প্রকল্প গ্রহণ পৃথিবীর ইতিহাসে বিরল। গ্রামের বাছাইকৃত দরিদ্র মানুষের মাধ্যমে গঠিত প্রত্যেকটি উপকারভোগী প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির সুযোগ পাচ্ছেন। সমিতির সদস্যরা যে পরিমাণ সঞ্চয় করছে একই পরিমাণ অর্থ সরকার ভর্তুকি দিচ্ছে। দরিদ্র মানুষের কর্মসংস্থান সৃষ্টির জন্যে প্রশিক্ষণ প্রদান, গরু, হাঁস-মূরগী, গাছের চারা, সবজি বীজ ও ঢেউটিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। নিজেদের মাঝে সঞ্চয় ও কর্মসংস্থান সৃষ্ঠির বড় ধরণের সুযোগ রয়েছে এই প্রকল্পে। পৃথিবীর কোন দেশে দারিদ্রতা নিরসনের জন্য এতো অর্থ ভর্তূকি দেয়া হয়নি। দেশের মানুষের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা যেমন সরকারের দায়িত্ব। তেমনি প্রত্যেকটি নাগরিকের উচিৎ সরকারের নেয়া এসব উদ্যোগের সফল বাস্তবায়নে সহায়তা করা। পল্লী সঞ্চয় ব্যাংক ও সরকারের ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের উপকারভোগীদের সাথে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা পাবলিক হলে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি একথা বলেন। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলী শাহ, ইউসিসিএ’র চেয়ারম্যান সাদেকুন নুর সিকদার ও বিআরডিবি’র প্রধান পরিদর্শক নুরুল আজিম প্রমুখ।