রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী সমাজ উন্নয়ন মূলক সংগঠন ইকুয়েল বয়ে’র উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান উপজেলা সদরের ইছাখালী ইছামতি কমিউনিটি সেন্টারে শুক্রবার (২৪ জুন) অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জসিম উদ্দীন শাহ, মাওলানা আকতার, হেলাল উদ্দীন শাহ, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম, রাজনৈতিক মসিউদ্দৌলাহ, কবির আহম্মদ মেম্বার, আলম শাহ, নুর কবির, ব্যাংকার শাহ আলম প্রমুখ। সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে ১২০ জন গরীব নারী ও পুরুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়।