রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়া অফিসার্স ক্লাবের উদ্যোগে সদ্য বদলী হওয়া ইউএনও’র বিদায় ও নবাগত ইউএনও’র বরণ অনুষ্ঠান বুধবার (২৪ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মামুনের স ালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, সদ্য বিদায়ী রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার, নতুন যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন, রেহেনা আক্তার, বিআরডিবি চেয়ারম্যান ছাদেকুরনূর সিকদার, রাঙ্গুনিয়া থেকে বদলী হওয়া সহকারি কমিশনার (ভূমি) ও বর্তমান রাঙ্গামাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনি আক্তার, উপজেলার নবাগত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা উম্মে কুলসুম, রাঙ্গুনিয়া থানার ওসি হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কারিমা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুনিয়া সফি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইদ্রিছ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তফা কামাল, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।