জগলুল হুদা,রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় অগ্ন্কিান্ডে ১০ ঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ১৫ লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত শুক্রবার দিনগত রাত দুইটায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের টিম লিডার নারায়ন চক্রবর্ত্তী।
স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী জানান, গত শুক্রবার রাতে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের সৈয়দাবাদ এলাকার আশ্রয়ন প্রকল্পের ইউনিট ২ এ হঠাৎ করে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখায় মুহুর্তের মধ্যে আশ্রয়ন প্রকল্পের ১০ টি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে মো. ফোরকান, মো. মানিক, মো. কাশেম, মো. জসিম, কপিল উদ্দিন, মো. লিটন, মো. হানিফ, মোছাম্মৎ বানু, মো. তারেক ও মো. আলাউদ্দিনের বসতঘরে রক্ষিত নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। অগ্ন্কিান্ডের খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার ষ্টেশনের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী অগ্ন্কিান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে চাউল ও কাপড় বিতরন করেন।