হযরত আব্দুল কাদের জিলানী (রহ.) দাখিল মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মরহুম হযরতুল আল্লামা মাওলানা কোরবান আলী (রহ.) এর ৭ম বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম, মাদ্রাসার দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন, পুরষ্কার বিতরণী সভা, ফ্রি চিকিৎসা ক্যাম্প, সরফভাটা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের সংবর্ধনা অনুষ্ঠান, দুই দিনব্যাপি মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। শনিবার (৪ ফেব্র“য়ারী) মিলাদ মাহফিলে সভাপতিত্ব করবেন মোহাম্মদ আমিনুল ইসলাম বেলাল। উদ্বোধক হিসেব উপস্থিত থাকবেন আল্লামা মোহাম্মদ মফিজুল ইসলাম আলকাদেরী। প্রধান অতিথির বক্তব্য রাখবেন আল্লামা গাজী আবুল কালাম বয়ানী (মা.জি.আ.)। প্রধান বক্তা আল্লামা জসিম উদ্দীন রেজভী (মা.জি.আ.)। বিশেষ বক্তা আল্লামা আবুল মোকাররম নঈমী (মা.জি.আ.), আল্লামা নুরুন্নবী আলকাদেরী (মা.জি.আ.), আল্লামা আবুল মনছুর আশরাফী। মাহফিল পরিচালনায় থাকবেন আল্লামা মুহাম্মদ শিহাব উদ্দীন আলকাদেরী।
দ্বিতীয় দিন রোববার (৫ই ফেব্র“য়ারী) মুহাম্মদ আমিনুল ইসলাম বেলালের সভাপতিত্বে সকালে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ্। উদ্ভোধক ও সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরফভাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম এ.এন.এফ.এল প্রপার্টিজ লিমেটেডের ম্যানেজিং ডাইরেক্টর আহসানুল করিম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ব্যাংকার ওসমান গণি চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, এ.টি.এম আতাউর রহিম, অধ্যক্ষ¡ আবুল হাশেম, মো: হাশেম সিদ্দিকী, আবদুর রউফ মাষ্টার, প্রফেসর এ কে এম সুজা উদ্দিন, কাজী এম এম মমতাজুল ইসলাম, এম শামসুল ইসলাম, এম. আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল, ডা. আবুল ফজল, শামসুল আলম সওদাগর, মোহাম্মদ কামাল হোসেন, নুর মোহাম্মদ বাহাদুর, কাজী মোস্তফা কলিম, ডা. শহিদুল ইসলাম হেলাল, মো. নিজামুল ইসলাম সরফী, মোহাম্মদ নাজের, মোহাম্মদ আলমগীর।
চিকিৎসা ক্যাম্প পরিচালনা করবেন ডা. শহীদুল ইসলাম হেলাল। এতে ফ্রি চিকিৎসা ক্যাম্পে খতনা ক্যাম্প পরিচালনা করবেন ডিপ্লোমা ছাত্র/ছাত্রী দ্বারা পরিচালিত স্বাধীন স্বেচ্ছাসেবি সংগঠন। ব্লাড গ্র“পিং ক্যাম্প পরিচালনা করবেন সি এস সি আর আই এম টি ফিরিঙ্গি বাজার আই এস টি এবং ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজির ছাত্র-ছাত্রীবৃন্দ, রাঙ্গুনিয়া মর্ডাণ ব্লাড ডোনেশন ক্লাব ও মাকস স য় ও ঋণ দান কো-অপারেটিভ সোসাইটি প্রা: লিমেটেড। মেডিসিন স্পন্সর: ইনসেপটা ফার্মাসিটিক্যাল, বেক্সিমকো ফার্মাসিটিক্যাল, এসকেইফ বাংলাদেশ লি:। মেডিকেল ক্যাম্প আর্থিক সহযোগিতায় ডা. দাউদ ইছহাক, উদ্যোক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। দুইদিনব্যাপী অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ।