রাঙ্গুনিয়া সংবাদদাতা : রাঙ্গুনিয়া পৌরসভার রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে যানজটমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন ক্রেতা বান্ধব বাজার গঠনকল্পে মতবনিময় সভা সংগঠনের কার্যালয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধায় অুনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁঞা। সংগঠনের সাধারণ সম্পাদক মো. রাসেল চৌধুরীর স ালনায় বক্তব্য রাখেন রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতা মনির আহম্মেদ চৌধুরী, আইয়ুব রানা, বদিউল খায়ের লিটন চৌধুরী, মাহবুব আলম, পৌর কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, এনাম উদ্দিন আইয়ুব, তারেকুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী নেতা মো. একতিয়ার, আব্দুস শুক্কুর, মো. সালাউদ্দিন, আবুল কালাম আবু, মো. ইলিয়াছ, মো. সেকান্দর, মুবিন লাহেরী, জামাল উদ্দিন, রোয়াজারহাটস্থ সিএনজি অটোরিক্সা চালক সমিতি নেতা নুরুল আজিম মনু, খাইরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় রোয়াজারহাটকে যানজটমুক্ত রাখতে সড়কের দুইপাশ ও ভেতরের বিভিন্ন গলির দোকানের বর্ধিত অংশ সহ ভ্রাম্যমান বিভিন্ন দোকান উচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও বাজার পরিচ্ছন্ন রাখার লক্ষে পানি নিষ্কানের জন্য স্থাপিত ড্রেনেজ ব্যবস্থা ঠিক রাখতে ডাষ্টবিন স্থাপন সহ নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে ব্যবসায়ীদের প্রতি নেতৃবৃন্দ আহবান জানান।