সড়ক পথে প্রায় ১৫ ঘণ্টার রাস্তা অতিক্রম করে পবিত্র নগরী মক্কা ও মদিনাতে যাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা।
সৌদি আরবের দুই পবিত্র নগরীতে ১০ দিন কিংবা ৭ দিনের সফর ওমরাহ পালনের জন্য বিশেষ সময় রমজান মাস। আর এই রমজান মাসেই বিশ্বের প্রায় সব দেশ হতে অগণিত মুসলমানরা ছুটছেন সৌদি আরবের পথে।
কুয়েত সিটি থেকে সৌদি আরবের মক্কা নগরীর দুরত্ব প্রায় দেড় হাজার কিলোমিটারের। সেখানে যেতে সড়ক পথে সময় লাগছে প্রায় ১৪ ঘন্টা আর উড়োজাহাজে সময় লাগছে প্রায় ১ ঘন্টা ২০ মিনিট।
বেশিরভাগ কুয়েত প্রবাসী বাংলাদেশিরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাওয়া-আসা করে থাকেন বাসযোগে। যদিও দীর্ঘ পথের রাস্তা, তবুও এ ভ্রমণের আনন্দই অন্যরকম।
কুয়েতের বেশ কয়েকটি স্থান হতে বাস ছেড়ে যাচ্ছে সৌদি আরবের পথে।
যথাক্রমে, আব্বাসিয়া ইন্ডিয়ান সেন্ট্রাল স্কুল মাঠ, ফরওয়ানিয়া, খাইতান ও হাসাবিয়া থেকে।
ওমরাহ পালনের জন্য বাংলাদেশি ওমরাহ অফিস গুলো বেশ ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে।
কুয়েত প্রবাসী বাংলাদেশিরাও স্বদেশীয় অফিস গুলোর সেবা পেয়ে সন্তুষ্ট।
কুয়েত প্রবাসী বাংলাদেশিরা পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। কেউ যাচ্ছেন এক বছর পর পর, আবার অনেকে যাচ্ছেন নিজেদের সুবিধামতো সময়ে।