খেলাধুলা ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ ও চমৎকার আয়োজনের প্রশংসা করলো নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। প্রশংসায় ভাসিয়েছেন টাইগার ওয়ানডে ক্যাপ্টেন মাশরাফিকে। রংপুরের হয়ে গেইলের সঙ্গে ওপেনিংয়ে খেলতে মুখিয়ে আছেন সাবেক এই কিউই ব্যাটসম্যান। বিপিএলে সবোর্চ্চ পারফর্ম করতে চান ম্যাককালাম।
কিউই কিংবদন্তি। বিগ হিটার। চার-ছক্কা মারতে ওস্তাদ। তার জাত চেনাতে এতটুকুই যথেষ্ট। তিনি আর কেউ নন ব্রেন্ডন ম্যাককালাম। দেশের হয়ে খেলা ছেড়েছেন। তবে আবেদন কমেনি এতটুকু। টি-টোয়েন্টি লিগের দলগুলো এখনো হুমড়ি খেয়ে পড়ে তার জন্য।
বিপিএলে প্রথমবার। রংপুরের হয়ে হচ্ছে অভিষেক। হেমন্তের বৃষ্টিতে অনুশীলনে কিছুটা গোমটভাব। তার মধ্যেই ইনডোরে পুরাদস্তুর পেশাদার ম্যাককালাম। বিপিএলে নামীদামী বিদেশি ক্রিকেটার আর আয়োজন। সবমিলিয়ে মন কেড়েছে তার।
ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘বিপিএল খুব ভালো আয়োজন। খুব ভালো সুযোগ আমার জন্য। বিশ্বের অনেক ক্রিকেটার খেলছে এখানে। সব মিলেয়ে খুব ভালো।’
বর্তমানে ধুকছে রংপুর। তিন ম্যাচে এক জয়। ম্যাককালাম তাতে চিন্তিত নন। আশা করছেন পাল্টে দেবেন রংপুরের রং। ওপেনিংয়ে তার সঙ্গী হচ্ছেন ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। আগেও আইপিএলে জুটি বেধেছিলেন দু’জন। গেইলের সঙ্গে দারুণ উপভোগের মন্ত্রও বললেন ম্যাককালাম।
গেইল সম্পর্কে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘কলকাতা নাইট রাইডার্সে আমরা একসঙ্গে খেলেছি। ওর সাথে খেলা সবসময় আমার জন্য অন্যরকম এই অভিজ্ঞতা। গেইলের সঙ্গে এখানে ভালো পার্টনারশিপ গড়ার চেষ্টা করব। আশা করি আমরা সফল হতে পারব।
মাশরাফির অধীনে খেলবেন ম্যাককালাম। মাশরাফিকে কতটুকু জানেন? তার ক্যাপ্টেন্সিই বা কেমন? এমন প্রশ্নে প্রশংসায় ভাসালেন ম্যাশকে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট মাশরাফির দীর্ঘ অভিজ্ঞতায় মুগ্ধ কিউই কিংবদন্তি।
মাশরাফির প্রশংসা করে ব্রেন্ডন ম্যাককালাম বলেন, ‘আইপিএলের শুরুর দিকে তার সঙ্গে কলকাতায় খেলেছি। মাশরাফি খুব শান্ত স্বভাবের অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে বহুদিনের অভিজ্ঞতা আছে তার। আশা করি তরি অধিনায়কত্বে এগিয়ে যাব আমরা।’
দলের প্রয়োজনে অবদান রাখতে চান ম্যাককালাম। স্মরণীয় করতে চান নিজের প্রথম বিপিএল। (সময়নিউজ.টিভি)