যুক্তরাষ্ট্র প্রবাসী আনসার হোসেন চৌধুরী কুয়েতের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (৭জানুয়ারি) মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ’র উপদেষ্টা, কমিউনিটির পরিচিত মুখ নর্থ ব্রঙ্কসে বসবাসকারী মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর গ্রামের ৭০ বছর বয়সী আনসার হোসেন চৌধুরী কুয়েত এয়ারওয়েজ এর একটি ট্রানজিট ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কুয়েত হয়ে বাংলাদেশে আসার পথে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েন।
পরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য শাখা কর্তৃক স্থানীয় একটি হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি করা হয় আনসার হোসেন চৌধুরীকে।
কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক ও জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী জানান, কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে চিকিৎসাধীন আনসার হোসেন চৌধুরী আছেন এই তথ্য জানিয়েছিলেন তাঁর ভাতিজা যুক্তরাষ্ট্র প্রবাসী মনজুর চৌধুরী জগলু।
পরে মুরাদুল হক চৌধুরী ও অন্যান্য প্রবাসীরা অসুস্থ আনসার হোসেন চৌধুরীকে দেখতে যান।
মুরাদুল হক চৌধুরী জানান, প্রথমে গিয়ে তারা দেখতে পান আনসার হোসেন চৌধুরীকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
কয়েক দিন পর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে নিয়ে যাওয়া হয়।
এ পরিস্থিতিতে চিকিৎসকদের ‘নিবিড় পর্যবেক্ষণে’ আনসার হোসেন চৌধুরীর চিকিৎসা চলছিল।
কিন্তু গতকাল ২৭ জানুয়ারি ফের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে এ পরিস্থিতিতে কুয়েতের ফরওয়ানিয়া হাসপাতালে বিশ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকা আনসার হোসেন চৌধুরী ওইদিন স্থানীয় সময় বিকেল ৪টার দিকে মারা গেছেন।
যুক্তরাষ্ট্র থেকে কুয়েতে আসা নিহত আনসার হোসেন চৌধুরীর স্ত্রী ও ছেলে জানিয়েছেন কুয়েতের সকল আইনি প্রক্রিয়া শেষে আগামী মঙ্গলবার মরদেহ যুক্তরাষ্ট্রে নিয়ে যাবেন তারা এবং সেখানেই আনসার হোসেন চৌধুরীকে সমাহিত করা হবে।