আ হ জুবেদঃ আজ শুক্রবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় ৩লক্ষ প্রবাসী বাংলাদেশীর কর্মস্থল কুয়েতেও ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে প্রতি বছরের মতো এবারো কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদে প্রায় ৩০ হাজার প্রবাসীরা পবিত্র ঈদুল ফিতেরে নামাজ আদায় করেছেন।
ধর্মপ্রাণ মুসলমানদের সবচেয়ে বড় আনন্দ ও উৎসবের দিন ঈদ, বছরে দুটি ঈদ বিশ্বের মুসলমানরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে পালন করেন। যদিও নানা কারণে ঈদুল ফিতরের আনন্দ খানিকটা বেশিই বলে মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মধ্যপ্রাচ্য, ইউরোপ সহ বিভিন্ন দেশে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিমরা।
কুয়েতেও এদিনটি পালন করছেন প্রায় তিন লক্ষ প্রবাসী বাংলাদেশীরা।
শুক্রবার সকাল ৫.০৩ মিনিটে কুয়েতের আওকাফ কর্তৃক পরিচালিত ১১ টি মসজিদ যত্রাক্রমে, খারেজা বিন জায়েদ, সালেহ আল ফাদালা, উসমান বিন আফফান, সালেহ আল নামাশ, আতিকী, ওমর বিন খাত্তাব (রঃ), নাদী ফুরুসিয়া, নাসের বেদাইন, আবু সুফিয়ান বিন হাসের, ময়দান জিলিব ও শাহ্ আমানত মসজিদে বাংলা খুৎবা পাঠের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী মাওলানারা ঈদুল ফিতরের নামাজ পড়িয়েছেন।
এবার ঈদুল ফিতরের নামাজ চলাকালীন কুয়েতের প্রতিটি মসজিদে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
ঈদের জামায়াত আদায় করতে আসা প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে হাসাবিয়া বড় মসজিদের সীমানা পেরিয়ে আশপাশের সকল রাস্তায় অবস্থান করেন ধর্মপ্রাণ মুসলমানরা, তবুও প্রবাসীরা সুশৃঙ্খল ভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পেরে বেশ আনন্দিত।