খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকে: বিভিন্ন কৌশল অবলম্বন করে ভোক্তাদেরকে ঠকানোর দায়ে মৌলভীবাজার জেলা শহরের হাট বাজার সুপার শপ এবং মিঠাই বাজারকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ধারায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজার মডেল থানা পুলিশকে সাথে নিয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কিছু পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা ও পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে হাট বাজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অপরাধে মিঠাই বাজারকে ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বেরিরপাড়ের আরেকটি ফলের আড়দে তরমুজে রংয়ের কেমিক্যাল মেশানোর দায়ে ১০ হ্জার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, মৌলভীবাজার শহরের হাট বাজার সুপার শপ এবং মিঠাই বাজার কর্তৃপক্ষ ভোক্তাদের সাথে উপরোক্ত অপরাধ আর করবে না এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে।