মৌলভীবাজার থেকেঃ মৌলভীবাজারের একজন অন্যতম সংগঠক বিশিষ্ট জাসদ নেতার নাম আব্দুল হক, যাকে স্থানীয় এলাকার সকল শ্রেণী-পেশার মানুষরা হক ভাই বলেই জানেন।
এই হক ভাই (আব্দুল হক) দীর্ঘ কয়েক দশক ধরে জেলা মৌলভীবাজারের জাসদকে যেভাবে শক্ত হাতে আঁকড়ে ধরে রাজনৈতিক পথ অতিক্রম করে চলেছেন; সেজন্য আজও মৌলভীবাজারে জাসদ সেই পূর্বের ন্যায় দলীয় সকল কার্যক্রম অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
তবে এই জাসদ নেতা জীবনে বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে আজকের রাজনৈতিক অবস্থান গড়েছেন; যদিও সেটি খুব সহজে হয়নি, এতে এই নেতাকে সীমাহীন নির্যাতনের শিকার হতে হয়েছে বারংবার।
উল্লেখ্য যে, অতীতের একটা সময় উনার সহকর্মীদের অনেকই দল বদল করে এখন বেশ রাজার হালে জীবন যাপন করে চলেছেন, কিন্তু এই নিঃস্বার্থপর, সৎ সাহসী, উদার ও গণতন্ত্র মনা মানুষটি সেই আগের মতই একদম সাদামাটা জীবন যাপন করছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ঐতিহাসিক প্রয়োজনে গড়ে ওঠা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। দীর্ঘ সংগ্রামের বিভিন্ন কালপর্বে জাসদ নেতাকর্মীদের আÍদান, বিশেষ করে সামরিক শাসনবিরোধী সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে। কর্নেল (অব.) তাহের, কাজী আরেফ আহমেদ, ডা. সামছুল আলম খান মিলন, শাজাহান সিরাজ, অ্যাডভোকেট মোশাররফ হোসেন, রোকনুজ্জামানসহ হাজারও শহীদ আমাদের স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল হয়ে রয়েছেন। এ দীর্ঘ সময়ের জাসদীয় সংগ্রামকে কয়েকটি কালপর্বে ভাগ করা যায়। প্রথমত, ৭২ থেকে ৭৫-এর নভেম্বর, যখন জাসদ বিপ্লবের লক্ষ্য নিয়ে সংগ্রাম করেছে। দ্বিতীয়ত, ৭৬ থেকে ৮২ আÍরক্ষা ও পুনর্গঠনের কাল। তৃতীয়ত, ৮২ থেকে ৯০ সামরিক শাসনবিরোধী গণতান্ত্রিক সংগ্রাম। চতুর্থত,৯১-এ সংসদীয় রাজনীতির পুনঃসূচনা। পঞ্চমত, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য পুনর্গঠন প্রক্রিয়া এবং বিএনপির নেতৃত্বে জামায়াত ও জঙ্গি সন্ত্রাসীদের পুনরুত্থান মোকাবেলায় ১৪ দল ও মহাজোটের আন্দোলন। দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত দল হিসেবে জাসদের সাফল্য যে খুব সীমিত, তা অস্বীকার করার উপায় নেই, তবে দেশের গণতান্ত্রিক সংগ্রামে জাসদের অবদান অনেক, তা স্বীকার করতে নিশ্চয় গণতান্ত্রিক মহল দ্বিধান্বিত হবেন না।
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যেমন করে আজও জাসদের অসংখ্য নেতাকর্মী নিজেকে বিলিয়ে দিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ নামক সংগঠনটির জন্য; ঠিক তেমনই জেলা মৌলভীবাজারের এই প্রবীণ সংগ্রামী জাসদ নেতা নিজেকে নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দিয়েছেন তার প্রাণের সংগঠনটির জন্য।
চলবে …
আগামীকাল জেলা জাসদ সভাপতি আব্দুল হকের সাথে অগ্রদৃষ্টির সাক্ষাৎকার পর্বটি প্রকাশ করা হবে।