মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সাগরের সাথে আলাপচারিতায় নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন স্থাগিত ঘোষণা করেছে হাইকোর্ট।অথচ কিছু ব্যক্তি মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিক সময়ে হবে বলে বিষয়টি নিয়ে গুঁজব ছড়াচ্ছে।তিনি বলেন আগামী চতুর্থ ধাপের ইউপি নিবার্চনে ৭ই মে শনিবার মহম্মদপুর উপজেলায় একটি বাদে বাকি সব ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এর সাথে আলাপচারিতার সময়ে আশরাফুল আলম সাগর মহম্মদপুর উপজেলা সহ সারাদেশে অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে জোরদারের কথা বলেন ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)
লিড নিউজ | তারিখ : April, 21, 2016, 4:19 pm | নিউজটি পড়া হয়েছে :
838 বার
মাগুরা জেলার মোহম্মদপুর উপজেলার মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড ক্রাইম রিপোর্টার্স সোসাইটির চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সাগরের সাথে আলাপচারিতায় নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।সীমানা সংক্রান্ত জটিলতার কারণে মাগুরার মহম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের নির্বাচন স্থাগিত ঘোষণা করেছে হাইকোর্ট।অথচ কিছু ব্যক্তি মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন সঠিক সময়ে হবে বলে বিষয়টি নিয়ে গুঁজব ছড়াচ্ছে।তিনি বলেন আগামী চতুর্থ ধাপের ইউপি নিবার্চনে ৭ই মে শনিবার মহম্মদপুর উপজেলায় একটি বাদে বাকি সব ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান এর সাথে আলাপচারিতার সময়ে আশরাফুল আলম সাগর মহম্মদপুর উপজেলা সহ সারাদেশে অবাধ ও সুস্থ নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণে জোরদারের কথা বলেন ।
Editor in chief & Agrodristi Media Group’s Director. AH Jubed Legal adviser. Advocate Musharrof Hussain Setu (Supreme Court,Dhaka) Editor in chief Health Affairs Dr. Farhana Mobin (Square Hospital, Dhaka) Social Welfare Editor: Rukshana Islam (Runa)