মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ মায়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের উপর বর্বোরোচিত হত্যা ও নির্যাতন বন্ধের জন্য অবিলম্বে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা এবং বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্য ও স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান কুয়েত প্রবাসী সাংবাদিকদের আয়োজনে এক প্রতিবাদ সভা গতকাল ১৫ সেপ্টেম্বর ২০১৭ রোজ শুক্রবার কুয়েত জিলিব আল সুয়েখের
হাছাবিয়াস্হ বাংলাদেশ ট্রাভেলস এর হলরুমে আরটিভি কুয়েত প্রতিনিধি মুহাম্মদ জালাল উদ্দিনের এর সভাপতিত্বে মাইটিভি কুয়েত প্রতিনিধি আল আমিন রানার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-কবি আব্দুর রহিম,অগ্রদৃষ্টি টিভির কুয়েত প্রতিনিধি মোঃ সেলিম হাওলাদার,গাজী টিভি কুয়েত প্রতিনিধি মহিউদ্দিন আহম্মেদ,ইউ.এস বাংলা পত্রিকার কুয়েত প্রতিনিধি মোঃ বিলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলার কন্ঠস্বর পত্রিকার কুয়েত প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন,কবি আনিছুর রহমান মিলন,ফয়জুল হক কুটি,বাংলাদেশ ট্রাভেলস এর টিকেটিং অফিসার বাহার উল্লাহ সুমন,মোঃ রায়হান,ইমন,ও পার্থ।
প্রতিবাদ সভায় মিনায়মার সরকারের এই নারকীয় হত্যার বিরুদ্ধে পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র ও মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্ততারা।