মিলান থেকে তুহিন মাহমুদ: বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এর আয়োজনে ১৭ এপ্রিল রবিবার সকাল ১০ ঘটিকায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক মুজিবনগর দিবস। কন্স্যুলেট অফিস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কনসাল জেনারেল রেজিনা আহমেদ এর সভাপতিত্বে এবং কনসাল রফিকুল করিমের পরিচালনায় শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন প্রশাসনিক কর্মকর্তা কাজী নসিবুল ইসলাম।
এর পর রাষ্ট্রপতি ও প্রধান মন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করেন কনসাল রফিকুল করিম এবং ভাইস কনসাল নাফিসা মনসুর। মুজিব নগর সরকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মিলান লোম্বারদিয়া আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান মালিথা, সাধারণ সম্পাদক নাজমুল কবির জামান, সম্মানিত সদস্য আকরাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক তুহিন মাহামুদ, যুগ্ন সাধারন সম্পাদক, লুৎফর রহমান, সম্মানিত সদস্য খান রিপন, সাংগঠনিক আরফান সিকদার, সাংস্কৃতিক সম্পাদক সরোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল হাওলাদার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম কাওছার প্রমূখ নেতৃবৃন্দ।
বক্তারা মুজিব নগর সরকার গঠনের ঐতিহাসিক দিনগুলোর কথা বিশদভাবে তুলে ধরেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাড়ে তিন বছর শাসনামলের উপর নির্মিত একটি ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়।
কনসাল জেনারেল রেজিনা আহমেদের সমাপনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানেরর সমাপ্তি ঘটে। সবশেষে উপস্থিতি সকলের জন্য আপ্যায়নের মাধ্যমে কার্যক্রম শেষ হয়।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই