
মালদ্বীপে মানব সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘হিউম্যান হারমনি অ্যাওয়ার্ড-২০২৫’ এ ভূষিত হয়েছেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এবং বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাবের সহসভাপতি, প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নান। এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট আয়োজিত হিউম্যান হারমোনি কনফারেন্সে প্রবাসে সেরা সংগঠক হিসেবে এই পুরস্কার লাভ করেন তিনি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মালদ্বীপের রাজধানী মালের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটরিয়ামে ‘মানব সম্প্রীতি সম্মেলন ও অ্যাওয়ার্ড-২০২৫’ আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশসহ মোট ৮টি দেশের ৪০ জন বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মানে ভূষিত করা হয়। মালয়েশিয়া থেকে মোট ৪ জন প্রবাসী বাংলাদেশি এই পুরস্কার অর্জন করেন।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক কায়সার হামিদ হান্নানের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেন মালদ্বীপের মৎস্য ও মহাসাগর সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ মুথালিব।
এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজনুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তাফা, নেপালের পর্যটন ও সিভিল এভিয়েশনের সাবেক মন্ত্রী আনন্দ প্রসাদ পোখারেল, মালদ্বীপের ক্রীড়া, ফিটনেস ও বিনোদন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হোসাইন নিহাদ এবং ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী আব্দুল জালিল ইসমাইল।
উল্লেখ্য, সাংবাদিক কায়সার হামিদ হান্নান তার কর্মজীবনে এর আগেও একাধিকবার পুরস্কৃত হয়েছেন। ২০২২ সালে মালয়েশিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়াং বারবাহগিয়া, তানশ্রী-দাতুশ্রী ড. সৈয়দ হামিদ আলবারের হাত থেকে ‘রেড লাইভ-জ্যাশ এশিয়ান অ্যাওয়ার্ড’ এবং নেপালে বলিউড অভিনেত্রী মন্দাকিনীর হাত থেকে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। এছাড়াও তিনি মালয়েশিয়ায় ‘ফার্স্ট অ্যাচিভার্স অ্যাওয়ার্ড’, ‘প্রাইড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’, ‘বিএমএসএস গোল্ডেন অ্যাওয়ার্ড’ এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের হাত থেকে ‘রিয়েল হিরো অ্যাওয়ার্ড’ সহ বহু সম্মাননা লাভ করেছেন।











