সৈয়দ বশির আহম্মেদ, কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি ॥ সমাজ সেবায় বিশেষ অবদান রাখার ফল স্বরুপ বরিশাল বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ “মাদার তেরেসা সম্মাননা ২০১৫” পেলেন পিরোজপুরের কাউখালী উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিঠু । বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য জোট নামে একটি সংগঠন তাকে এ সম্মাননা প্রদান করে।
বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্য জোট ও উদীয়মান বাংলাদেশের উদ্যোগে ১২ নভেম্বর বিকেলে ঢাকায় বাংলা মটরস্থ ‘বিশ্ব সাহিত্য কে›েন্দ্র’ আলোচনা সভা ও মাদার তেরেসা সম্মাননা-২০১৫ প্রদান অনুষ্ঠানে ওই ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি আলহাজ্ব আমিরুল কবির চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্রেস্ট প্রদান করেন। কাউখালীর কৃতি সন্তান তরুন জনপ্রতিনিধি এই সম্মানে ভুষিত হলেন।