বড় ধরণের আর্থিক ক্ষতির মুখে পড়েছে মাইক্রোসফট। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির মোট লোকসান হয়েছে ৩২০ কোটি মার্কিন ডলার। মাইক্রোসফটের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বেশি আর্থিক লোকসান।
এই ক্ষতির পেছনে প্রধান কারণ দুটি। প্রথমত, উইন্ডোজ অপারেটিং সিস্টেম থেকে মাইক্রোসফটের আয় কমেছে উল্লেখযোগ্য হারে। মূলত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠানগুলো মাইক্রোসফটের কাছ থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেম কিনে থাকে। কিন্তু গত প্রান্তিকে এই পরিমাণ কমে গেছে। আর এখান থেকে প্রতিষ্ঠানটির আয় কমেছে পূর্বের তুলনায় ২২ শতাংশ।
দ্বিতীয়ত, নকিয়া ফোনের ব্যবসায় বড় ধাক্কা খেয়েছে মাইক্রোসফট। এই খাত থেকে এখনও আর্থিক মুনাফার মুখ দেখেনি মাইক্রোসফট। মোবাইল ব্যবসা এখন মাইক্রোসফটের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে।
এ মাসেই বাজারে আসবে উইন্ডোজ ১০। মাইক্রোসফট এখন অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে নতুন এই অপারেটিং সিস্টেমটির দিকে। ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হবে নতুন এই অপারেটিং সিস্টেম, এমনটাই প্রত্যাশা করছে মাইক্রোসফট।