যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও উন্নয়ন মেলা পালন করেছে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান।
ইতালির বানিজ্যিক শহর মিলানে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও উন্নয়ন মেলা পালন করেছে বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান।
রবিবার সকাল ১১ টায় কনস্যুলেট অফিস মিলনায়াতনে অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন কনসাল জেনারেল রেজিনা আহমেদ। পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ শেষে স্বাধীনতা দিবসের উপর প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী,পররাষ্ট্র মন্ত্রী।ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কনসাল রফিকুল করিম ও ভাইস কনসাল নাফিসা মনসুর। স্বাধীনতা দিবস ও উন্নয়ন মেলার উপর বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর তৈরী করা ডকুমেন্টারি প্রদর্শন এবং উপস্থিত প্রবাসীদের মধ্যে সার্বিক উপস্থাপন করেন কনস্যুলেট এর কনসাল জেনারেল রেজিনা আহমেদ।
অনুষ্ঠানে সকল শহীদের আত্নার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন কাজী নসিবুল করিম
তিনি শুরুতেই সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং ১৯৭১ সালের ২৫ মার্চ কালো রাত্রি ও স্বাধীনতা সংগ্রামে যে সকল মুক্তিযোদ্বা মরনপণ লড়াই করে এদেশের স্বাধীনতা এনে দিয়েছে তার বর্ণনা করেন!এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গৃহীত সকল উন্নয়ন কর্মকান্ডের অংশীদার হিসাবে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালে একটি উন্নত দেশে পরিণত করতে সকল প্রবাসী বাংলাদেশিকে আহ্বান জানান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম গাফ্ফার,বীর মুক্তিযোদ্ধা কাজী নেচার আহমেদ,লোম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ: মান্নান মালিথা। এছাড়া অনুষ্ঠানে লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।
সবশেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।