স্টাফ রিপোর্টারঃ প্রবাসী বাংলাদেশিসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কুয়েত আওয়ামীলীগের সভাপতি বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। এদিন বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন একটি সার্বভৌম দেশ, বাংলাদেশ। যা বাঙালি জাতিকে এনে দেয় আত্মপরিচয়ের ঠিকানা। যারা বুকের তাজা রক্ত দিয়ে এ বিজয় ছিনিয়ে এনেছেন আজ সেসব শহীদের এবং বীরাঙ্গনা মা-বোনদের বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করি। বাংলার মুক্তিপাগল জনগণের আর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ এবং লড়াইয়ে পরাজিত হয়ে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী।
কুয়েত আওয়ামীলীগ এর বিজয় দিবস অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি এসব কথা বলেন।
গতকাল ১৬ই ডিসেম্বর কুয়েত সিটির গুলশান হোটেলে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত এর উদ্যোগে ৪৬তম মহান বিজয় দিবস ২০১৭ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
আওয়ামীলীগ কুয়েতের যুগ্ম সম্পাদক জাহিদুল হকের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি, মাসিক মরুলেখার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আব্দুর রউফ মাওলার সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুক্তিযোদ্ধা আহমেদুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোরশেদ আলম, উপদেষ্টা আব্দুল হাঁই ভুঁইয়া, জাতীয় পার্টি কুয়েত রাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাজি মাহমুদ আলি,সিলেট বিভাগীয় লেখক ফোরাম কুয়েতের সভাপতি কবি আব্দুল মালিক।
বক্তব্য রাখেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক হুসাইন মুরাদ চৌধুরী, ওসমানী স্মৃতি পরিষদ কুয়েতের সদস্য সচিব ও আওয়ামীলীগ কুয়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সহ যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ কুয়েতের সভাপতি মাসুদ করিম প্রমুখ।
এছাড়াও কবিতা আবৃতি করেন কবি আব্দুর রহিম, বাবুল আক্তার নুর, জাকির শ্রাবণ, রাজিয়া সুলতানা মীম ও সামিয়া।
উক্ত বিজয় দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগ কুয়েত ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
শেষে নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।