ছাইয়েদুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: নরসিংদীর মনোরদীতে হত দরীদ্রদের জন্য বরাদ্ধকৃত ১০ টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে ডিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। আটককৃত রফিকুল ইসলাম বারুদিয়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে এবং ছাদিকুল ইসলাম উত্তর বারুদিয়া গ্রামের শাহজাহান ভূঁইয়ার ছেলে।
মঙ্গলবার সকালে কাচিকাটা ইউনিয়নের বারুদিয়া ভূঁইয়ার বাজারে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে ১৪৮ বস্তা চাল জব্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল্লাহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে চাল বিতরণে অনিয়ম পাওয়ায় ডিলার মো. রফিকুল ইসলাম ও তার সহযোগী মো. ছাদিকুল ইসলামকে আটক করে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে তিনি অভিযুক্ত দুজনকে মনোহরদী থানায় সোপর্দ করেন। ডিলার রফিকুল কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনকের একান্ত কাছের লোক বলে দীর্ঘদিন যাবত এসব অনিয়ম করে আসছে বলে এলাকাবাসী জানায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকার প্রদত্ত প্রকৃত হত-দরীদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল বিতরণ করার কথা থাকলেও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোবারক হোসেন কনক একই ব্যক্তির নাম কয়েকবার উল্লেখ করে তালিকা প্রনয়ন করেন। সে মোতাবেক মঙ্গলবার কাচিকাটা ইউনিয়নের ডিলার রফিকুল ইসলাম চাল বিতরণ না করে নিজেই আত্মসাৎ করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ধরা পড়ে।
তালিকায় দেখা যায়, ক্রমিক নং ৭২-৮৬ ব্যক্তিগণ একই তালিকায় ৪৭৯-৪৯৩ নম্বরে তাদের নাম রয়েছে। একই কায়দায় তালিকায় ৮৭-১০১ নম্বরের ব্যক্তি গণের নাম পুরনায় ৪৯৪-৫০৮ ক্রমিক নম্বরে তাদের নাম পাওয়া যায়। এ ছাড়াও ৯ নং ওয়ার্ড পঞ্চাশকুড় গ্রামের মৃত সব্দর আলীর স্ত্রী মিনারা বেগম, আয়েশা আক্তার, শেফালী আক্তার ও মো. আলাউদ্দিনের নাম তালিকায় থাকলেও তারা কোন কার্ড পায়নি।
পঞ্চাশকুড় গ্রামের মিনারা বেগম সাংবাদিকদের জানান, ঘটনার পর জানতে পারি কাচিকাটা ইউনিয়নের হত-দরীদ্রদের নামের তালিকায় আমার নাম রয়েছে। কিন্তু এ পর্যন্ত এই তালিকার নাম অনুযায়ী আমি কোন প্রকার কার্ড ও চাল পাইনি।
মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মুজিবুর রহমান জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ছাড়াও ১৪৮ বস্তা চাল জব্দ করা হয়। আটককৃত দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারা মোতাবেক মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে কাচিকাটা ইউপি চেয়ারম্যান মোবারক হোসেন কনকের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই