এম এস ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ নরসিংদীর জেলার মনোহরদী উপজেলাতে জনসেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টিকরণ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার মনোহরদী পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে মনোহরদী পৌরসভা, শুকুন্দী এবং চন্দনবাড়ী ইউনিয়নের লোকজনদের নিয়ে এই কর্মশালা করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনের সংসদ সদস্য এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম নাছরিন সুলতানা, মনোহরদী পৌর মেয়র মো. আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহম্মদ শামীম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রশাসক ডা. মো. শফিকুল আলম, মনোহরদী থানার ওসি এস এম আলমগীর হোসেন, কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রশিদ, শুকুন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল গণি ফরাজি।
এ ছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের প্রধান, জন প্রতিনিধি ও গন্যামান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অগ্রদৃষ্টি.কম // এমএসআই