স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের খলিলপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদ মিয়া অভিযোগ করেছেন কিছুদিন আগে তার নিজ ভিটের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ এর লাইন সম্প্রসারিত করা হয়েছে।
জানাগেছে, একই গ্রামের বাসিন্দা আনহার বেগমকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কথিত ওয়াহিদ মিয়ার বাড়ির আঙ্গিনায় থাকা পল্লী বিদ্যুতের খুঁটি থেকে লাইনটি সম্প্রসারিত করা হয়েছিল।
ভুক্তভোগী ওয়াহিদ মিয়া বলেন, প্রতিবেশী আনহার বেগমকে বিদ্যুৎ সুবিধে দেয়ার ব্যাপারে তার কোনো দ্বিমত নেই, কিন্তু তাকে ক্ষতিগ্রস্ত করে যদি আনহার বেগমকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়; তাহলে সেটি হবে এক ধরনের অন্যায় কাজের সমতুল্য।
তিনি বলেন, যখনই শুনেছি আমার বাড়ির উপর দিয়ে আনহার বেগমকে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে; তখন থেকেই আমি বাধা দিয়ে আসছি।
তারপরও আমার বাধা উপেক্ষা করে সাধুহাটি গ্রামের জনৈক চিকন আলীর যোগসাজশে এরই মধ্যে বিদ্যুৎ এর লাইন স্থাপন করা হয়েছে।
ওয়াহিদ মিয়া বলেন, গ্রামের সদর রাস্তার পাশ ঘেঁষে বিদ্যুৎ এর আরেকটি খুঁটি রয়েছে,জায়গা দূরত্বের বিবেচনায় সমান হবে, কিন্তু সেই খুঁটি থেকে আনহার বেগমকে বিদ্যুৎ সংযোগ না দিয়ে আমার বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হলে একদিকে যেমন ব্যক্তি আমাকে ক্ষতিগ্রস্ত করা হবে, অন্যদিকে ভবিষ্যতে অনেক ঝুঁকি তো থেকেই যাচ্ছে।
অতএব, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃক সরেজমিনে অবলোকন করে বিষয়টির সুষ্ঠু সমাধান কামনা করেছেন ভুক্তভোগী ওয়াহিদ মিয়া।
এদিকে উপরোল্লিখিত বিষয়টি নিয়ে মৌলভীবাজার সদরের পল্লী বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রকৌশলী সুজিতের সঙ্গে যোগাযোগ করা হলে মৌলভীবাজারে সদ্য নিয়োগপ্রাপ্ত জৈষ্ঠ্য এ কর্মকর্তা জানান, একটি লিখিত অভিযোগ তারা গ্রহণ করেছেন এবং সেটি সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিকে পাঠিয়ে দেয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ মৌলভীবাজার অফিসের জৈষ্ঠ্য এ কর্মকর্তা অগ্রদৃষ্টিকে জানান, সরকার ও দেশের নাগরিক উভয় পক্ষ যেনো ক্ষতিগ্রস্ত না হয় সে দিকটি তারা ভাবছেন।
তিনি জানান, বিদ্যুৎ বিভাগের বাহিরে কিছু দুর্নীতিবাজ লোক রয়েছে,তাদেরই হস্তক্ষেপে কিছু কিছু ক্ষেত্রে অনিচ্ছাকৃতভাবে সমস্যা হয়েও যেতে পারে।