ডেস্ক নিউজ: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে পাথর ভাঙ্গা শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য বিষয়ে দুই দিনব্যাপী রোগ সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনকে দিন মরণব্যাধি সিলিকোসিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সেইফটি এন্ড রাইটস সোসাইটির সহযোগীতায় সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে বুড়িমারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পাথর ভাঙ্গায় নিয়োজিত শ্রমিকদের মধ্যে সিলিকোসিস রোগে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান ও বিনামূল্যে ওষুধ সামগ্রী দেয়া হয়।
শ্রমিকদের রোগ সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিদর্শন করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছামসুজ্জামান ভুইঁয়া। এ সময় উপস্থিত ছিলেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিচালক (নিরাপত্তা) মাহফুজুর রহমান ভুইঁয়া, যুগ্ন মহাপরিচালক (স্বাস্থ্য) মঞ্জুর কাদের, যুগ্ন মহাপরিচালক ডা: সৈয়দ আবুল এহসান, উপমহাপরিদর্শক আব্দুল কাইউম (রংপুর অঞ্চল)।
পাথর ভাঙ্গা শ্রমিক ও সিলিকোসিস রোগীদের স্বাস্থ্য নীরিক্ষা করেন ডা: নবীন কুমার হাওলাদার, ডা: রঞ্জন তালুকদার, ডা: বিথী সরকার, ডা: নাজমুন নাহার। স্বাস্থ্য ক্যাম্প পরিচালনায় সহায়তা করেন- সেইফটি এন্ড রাইটস সোসাইটির প্রোগ্রাম অফিসার সিথি ঘোষ, লিগ্যাল অফিসার হাসিনা খানম, প্রোগ্রাম এসিসটেন্ড রায়হান উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নূর কুতুবুল আলম, পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ আবু হাসনাত ইউসুফ জাকি, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ।
মঙ্গলবার (৭ নভেম্বর) একই ক্যাম্প পরিচালিত হবে।
সিলিকোসিস রোগে আক্রান্ত ভিক্টোরিয়া মোজাইক ফ্যাক্টরীর পাথর ভাঙ্গা শ্রমিক আজানুর রহমান(৩০), আইয়ুব আলী(২৮) জানান, প্রথমে শ্বাস কষ্ট হয় পরীক্ষা করে জানতে পারি সিলিকোসিস রোগ হয়েছে, বহুদিন ধরে চিকিৎসা নিচ্ছি। দিন দিন এই রোগে আক্রান্ত শ্রমিকদের সংখ্যা বাড়ছে। চিকিৎসায় মালিক পক্ষ সহযোগীতা করে না। প্রতিদিন ওষুধ কিনতে হয়। সরকার সহযোগীতা করলে আমরা বাঁচতে পারি। ফাতেমা এন্টার প্রাইজের শ্রমিক রশিদুল (৪০), আলিয়ার (৩৫), হুমায়ুন কবির(৩৮) বলেন, দৈনিক হাজিরা ৩ শত টাকা ওষুধ খাইতেই শেষ কিভাবে পরিবার নিয়ে বাঁচি।