মো:আব্দুর রহমান, ফ্রান্স প্রতিনিধি : ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ব্রিটেনের জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দরজা এখনও খোলা রয়েছে। ব্রেক্সিট আলোচনা শেষ হবার আগ পর্যন্ত ব্রিটেনের হাতে সে সুযোগ থাকবে বলেও জানান তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মঙ্গলবার প্যারিস সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁ বলেন, ‘ব্রিটিশ জনগণ ইইউ ছাড়ার পক্ষে ভোট দিয়েছে। কিন্তু ব্রেক্সিট আলোচনা শেষ হওয়ার আগেই প্রয়োজনে সেটি স্থগিত করা যেতে পারে।’ তবে ব্রিটিশ জনগণের সিদ্ধান্তের প্রতি তার সম্মান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
যদিও ব্রেক্সিট সংশোধন নিয়ে কোনও চিন্তাভাবনা করলে, তা দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন ম্যাক্রোঁ। কারণ ব্রেক্সিট আলোচনা শুরুর পর তাতে সংশোধনের চিন্তা কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।
তবে থেরেসা মে জানিয়েছেন, সামনের সপ্তাহে যথাসময়ে ব্রেক্সিট আলোচনা শুরু হবে এবং এ নিয়ে কোনও কালক্ষেপণ হবে না।
সংবাদ সম্মেলন শেষে দুই নেতা ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের কথা বলেন।
এর আগে জার্মানির অর্থমন্ত্রী উলফগাঙ শ্যাবলেও একই ধরনের মন্তব্য করেন। ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে উলফগাঙ শ্যাবলে বলেন, ‘ব্রিটেন যদি বেক্সিট নিয়ে নিজেদের সিদ্ধান্ত বদলাতে চায়, তাহলে তাদের জন্য দরজা খোলাই আছে।’
অগ্রদৃষ্টি.কম // এমএসআই