অর্থনীতি ডেস্ক : ব্যবসায় প্রতিযোগিতা বা ব্যবসায় পরিবেশের উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) বাংলাদেশকে কারিগরি সহায়তা দেবে। এ লক্ষ্যে গত বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আইএফসির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান এবং আইএফসির বাংলাদেশ, ভূটান ও নেপাল বিষয়ক কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ারনার নিজ নিজ পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী ‘রফতানি বহুমুখীকরণের জন্য ব্যবসায় প্রতিযোগিতা (টিআরএসিইডি)’ শীর্ষক তিন বছর মেয়াদি এ্যাডভাইজারি প্রকল্পের আওতায় কারিগরি সহায়তা দেওয়া হবে। যুক্তরাজ্যের উন্নয়ন সহযোগি সংস্থা ডিএফআইডি এতে অর্থায়ন করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, ব্যবসায় কার্যক্রম আরো সহজ বা ব্যবসায় পরিবেশের উন্নয়নে কাস্টমস সংশ্লিষ্ট কর্মকা- আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নানামুখী সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
টিআরএসিইডি প্রকল্প রফতানিবান্ধব বাণিজ্য নীতি আধুনিকায়নে নেওয়া কর্মসূচি বাস্তবায়ন এবং বাণিজ্য সুবিধা সম্প্রসারণে সহায়তা করবে। যা বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধিতে বিশেষ অবদান রাখবে ।
সূত্র: বাসস