আ.হ.জুবেদঃ রঙে হোক রঙ্গিন, নতুন বছরের প্রতিদিন এই প্রতিপাদ্যে প্রতি বছরের মতো এবারো বাঙালীর প্রাণের উৎসব পহেলা বৈশাখ পালন করেছে বৈশাখী মেলা উদযাপন কমিটি,কুয়েত।
মেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফরিদ উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম ভুলু ও প্রধান সমন্বয়ক আতাউল গনি মামুনের পরিচালনায় গত শুক্রবার কুয়েতের রিগাই পার্কে বৈশাখী উৎসবে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়াতে মরুর বুকে ফুটে উঠে এক খণ্ড লাল-সবুজের বাংলাদেশ।
বৈশাখী মেলা ১৪২৬ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দেশ ও বিদেশের সকল বাংলাদেশীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করেন।
বৈশাখী মেলায় যোগ দেন কুয়েত দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ আনিসুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দরা।
এছাড়াও বৈশাখী মেলা ১৪২৬ এর আয়োজনে পান্তা ইলিশ আর হরেক রকমের বাহারি পিঠা নিয়ে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পরিবারের গৃহিণীরা।
মহিলা, শিশু ও বয়স্কদের অংশগ্রহণে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী।