স্পোর্টস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে ইনজুরির কারণে পুরো ফিট না থাকায় রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ এ ম্যাচে খেলতে পারবেন না গ্যারেথ বেল। রিয়াল কোচ জিনেদিন জিদান বেলের না থাকার কথা নিশ্চিত করেছেন।
বায়ার্নের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় বিকল্প খেলোয়াড় হিসেবে ছিলেন বেল। ফিটনেসের অভাব থাকায় লা লিগায় স্পোর্টিং গিজনের বিপক্ষে ৩-২ ব্যবধানের ম্যাচেও রিয়াল শিবিরে ছিলেন না ওয়েলস এ তারকা।
অ্যাঙ্কেলের ইনজুরিতে সার্জারির কারণে চলতি মৌসুমে তিন মাস মাঠের বাইরে ছিলেন বেল। এর গোড়ালিতেও চোট ছিল তার। তাই ২৭ বছর বয়সি এ তারকাকে নিয়ে আজ কোনো ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন জিদান।
বায়ার্নের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জিদান বলেন, ‘ফিটনেস ফিরে পেয়ে মাঠে নামতে কঠোর পরিশ্রম করছে বেল।ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে ছিল সে। আবারও খেলার জন্য খুবই আগ্রহী বেল। তবে আবারও তার কিছু সমস্যা দেখা গেছে। আমরা আশা করছি এটা বড় কিছু নয়। আরও কিছু দিন তার বাইরে থাকা উচিত। মঙ্গলবার (আজ) খেলার জন্য সে প্রস্তুত নয়। তাকে নিয়ে আমরা কোনো ঝুঁকিতে যেতে চাই না তবে কয়েকদিনের মধ্যেই সে প্রস্তুত হয়ে যাবে।’
অগ্রদৃষ্টি.কম // এমএসআই