এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শিয়ালখেদা গ্রামের ১২৬ টি বাড়িতে বিদ্যুাতায়ন উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা বাংলাদেশের শক্র। তারা বাংলাদেশেকে অন্য রাষ্ট্র পরিণত করতে চেয়েছিল। এরা স্বাধীনতা বিপক্ষে শক্র। তাদের স্থান বাংলার মাটিতে হবে না।
বীরগঞ্জ উপজেলা ৯ নং সাতোর ইউয়িনের শিয়ালখেদা গ্রামের ১২৬ টি বাড়িতে ২ আগষ্ট রোববার বিদ্যুাতায়ন উদ্বোধন ও আলোচনা সভায় দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক মো. আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোপাল দেবর্শম্মা, ৯ নং সাতোর ইউয়িনের চেয়ারম্যান রবীন্দ্রানার গোবিন, ৯ নং সাতোর ইউয়িনের আওয়ামী লীগের সভাপতি ডা: দবী নাথ রায়, সাধারন সম্পাদক রেজাউল করিম শেখ ও দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ডেপুটি জেনারেল ম্যানেজার মো. শাহিন চৌধুরী। এর আগে একই উপজেলায় ৮ নং ভোগনগর ইউনিয়নের দাখিলা মাদ্রাসা সংলগ্ন গ্রামের ৬৫ টি বাড়িতে বিদ্যুতায়নে উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল।