এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের ১ এতিম নাবালক মেয়ের জমি দখল করে ভবন নির্মান, যে কোন মহুর্তে পার্শবর্তী ভবন ধষে দূর্ঘটনার আসংকা, আদালতে মামলা দায়ের।
বীরগঞ্জ পৌর শহরের ২নং ওয়ার্ড সেন্টার পাড়া এলাকার মৃত. মজর উদ্দিনের পুত্র বীরগঞ্জ ডিগ্রী কলেজের কর্মরত মইনুল আলম (৫২) ও প্রভাবশালী ব্যবসায়ী বুলবুল(৪৫) একই এলাকার আব্দুল মালেকের নাবালক কন্যা মাহাফুজা আক্তার মনি (৮) জমি দখল করে বীরগঞ্জ পৌরসভার বিনা অনুমতিতে বহুতল ভবন নির্মাণ করছে। জমি দখলের ঘটনায় এতিম নাবালক মেয়ে মনি’র পক্ষে নানা আইয়ুব আলী বাদী হয়ে ২৩/৭/১৫ইং তারিখে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত (খ) অঞ্চল (বীরগঞ্জ)-এ মামলা দায়ের করে। উক্ত ভবন নির্মাণের জন্য গভীর খননের ফলে পার্শ্ববর্তী নজির মোহাম্মদের পুত্র আব্দুল মতিনের নিজস্ব চলাচলের রাস্তা ভেঙ্গে যায় এবং যে কোন মহুর্তে তার দ্বি-তল ভবনটি ভেঙ্গে পড়তে পারে। এলাকাবাসীর অভিমত জায়গাটির জমি সংক্রান্ত কোন দূর্বলতা আছে, সে কারণেই ব্যবসায়ী বুলবুল(৪৫) সীমানা পাইলিং ও পৌরসভার নকসা অনুমোদন ছাড়াই তড়িঘড়ি করে নির্মাণ কাজে হাত দিয়েছে। পথচারী প্রায় প্রতিটি মানুষই ঘটনাটি দেখে বিস্ময় প্রকাশ করতে শোনা যায়। আব্দুল মালেক জানান যে, আমি পৌর মেয়র মহোদয়কে অনুরোধ করছি তিনি যেন জমির সঠিক মালিকানা ও সীমানা নির্ধারণ না করা পর্যন্ত নক্সা অনুমোদন দেয়া থেকে বিরত থাকে। আরোও অভিযোগে জানান গর্ত খোড়ার দিন প্রায় ৫০/৬০ জন বহিরাগত সন্ত্রাসী পাহারায় রেখে আমাদেরকে ভয়ভীতি প্রদর্শন পূর্ব্বক গভীর রাত্রে কাজটি করেছে।
মতিন জানায়, এব্যাপারে সে বুলবুলের সাথে যোগাযোগ করলে সে আমাকে হুমকি দেয়। আমি তাৎক্ষনিক বিষয়টি বীরগঞ্জ পৌর মেয়র ও থানায় অবহিত করি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানান এ সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেলে এটি মামলা হিসেবে গন্য করা হবে। অপরদিকে, এলাকাবাসী ঘটনাটি সুষ্ঠ সমাধানের জন্য পৌর মেয়র ও প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।