এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ বীরগঞ্জে পৌরসভার মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ ঝুকিপূর্ণ ভবন পরিদর্শন করেছেন।
বীরগঞ্জ পৌরসভা সুত্রে জানা গেছে, ২নং-ওয়ার্ডে সেন্টার পাড়ার বাসিন্দা মইনুল ইসলাম ও আনোয়ার সাদাত বুলবুল দশমিক ৩ একর জমি ক্রয় করে পৌরসভার অনুমতি ছাড়াই পার্শ্ববতী ভবনের দেয়াল ঘেষে গভীর গর্ত করে জোর পূর্বক বহুতল ভবন নির্মান কাজ শুরু করে। পার্শ্ববর্তী ভবন মালিক আব্দুল মতিন পৌরসভায় ভবন ঝুকিপূর্ণ অবস্থায় আছে মর্মে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে,পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ, পৌর প্রকৌশী মোঃ নূরুজ্জমান ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম গত রবিবার ঝুকিপূর্ণ ভবন সরে জমিনে পরিদর্শন করেছেন। উলে¬খ্য, পৌরসভার অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মানের জন্য গভির গর্ত করাকালে পৌরসভার পক্ষ থেকে প্রকৌশলী বাঁধা দিতে গেলে তাদেরকে লাঞ্চিত করা হয়। পৌর পরিষদ ইতিমধ্যে নির্মান কাজ বন্ধ করার জন্য পুলিশ কাছে অফিস স্মারক বীরঃ/পৌরঃ/প্রকৌঃ/২০১৫/৬৮-১০(০৯)১৫ মোতাবেক পত্র দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানানো হয়েছে। জমির মালিক মাহফুজা আক্তার মনির (নাবালিকা)’র নানা আইয়ুব আলী বাদী হয়ে ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ধরা জারীর আবেদন করলে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শুনানীর পর নিষেধাজ্ঞা জারী করে পুলিশকে স্থিতিবস্থা রাখার জন্য নিদের্শ দিয়েছেন। পার্শ্ববর্তী ভবন মতিনের পরিবার ভবন ধষে পড়ার ও জীবন নাশের আশঙ্কায় আতংকিত জীবন-যাপন করছে।