এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ বীরগঞ্জে ঐতিয্যেবাহী আদিবাসীদের শারদীয় দূর্গোসব আদিবাসী মিলন মেলায় অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে গত শনিবার বিকেলে শারদীয় দূর্গোসব আদিবাসী মিলন মেলা-২০১৫ ইং উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি বাজুন বেসরা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলার চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ জাকারিয়া জাকা, সাধারন সম্পাদক দেবেশ চন্দ্র রায়, ওসি তদন্ত ফোখরুল ইসলাম, বীরগঞ্জ পৌর আ’লীগ সাধারন সম্পাদক ও বীরগঞ্জ মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, দিনাজপুর জেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি এ্যাডঃ গণেশ সরেন প্রমুখ।
অনূষ্ঠানে তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদিবাসীদের জীবন মানের উন্নয়নে বদ্ধপরিকর। আদিবাসীরা জন্মলগ্ন থেকেই অন্ধকারে ছিল। বর্তমান প্রধানমন্ত্রী তাদের জীবন যাপনকে আলোকিত করতে বিদ্যুৎ ও সৌর বিদুতের ব্যবস্থা করে দিয়েছেন।