বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে ২১ হাজার ৯০৮ টি পরিবারের বিপরিতে ২১৯ দশমিক ০৮ মেট্রিক টন সরকারী বরাদ্দ ভিজিএফ চাউল বিতরন করা হয়েছে।
বীরগঞ্জ পৌর শহরের ৯টি ওয়ার্ড এবং উপজেলার ১১টি ইউনিয়ন সমুহের ৯৯ টি ওয়ার্ডসহ মোট ১০৮টি ওয়ার্ডের প্রত্যন্ত পল্ল¬ীর পাড়া-গায়ে অনুসন্ধান চালিয়ে ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, মহিলা ওয়ার্ড সদস্য, কাউন্সিলর, আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের সহযোগিতায় ১১টি ইউনিয়নের ১৮হাজার ৮২৭টি অসহায় দরিদ্র পরিবারের বিপরিতে ঈদুল ফিতর উপলক্ষে ১২ ও ১৪ জুলাই মঙ্গলবার ১৮৮ দশমিক ৮২৭ মেট্রিক টন চাউল ও পৌর সভায় ৩হাজার ৮১টি পরিবারের বিপরিতে ৩হাজার দশমিক ৮১ মেট্রিক টন চাউল বিতরন করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আব্দুল হাই সরকার ও পৌর সচিব অব্দুল হানিফ সরদার জানান, ভিজিএফ চাউল প্রাপ্তি ও বিতরনে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, উপজেলা চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুরের নিদেশনা ও পরামর্শ মোতাবেক প্রকৃত অসহায় দরিদ্র পরিবারের মাঝে ১০কেজি হারে চাউল সুষ্ঠ ভাবে বিতরন কাজ সম্পন্ন করা হয়েছে।
বীরগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব মাওঃ মোহাম্মদ হানিফ ও উপজেলা নির্বাহী অফিসার রাসেল মনজুর ভিজিএফ চাউল শতভাগ বিতরন বিষয়ে নিশ্চিত করেছেন।
বীরগঞ্জে আলহাজ্ব বজির উদ্দিন আহম্মেদ ও মুক্তা চৌধুরী
ফাউন্ডেসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে বীরগঞ্জে আলহাজ্ব বজির উদ্দিন আহম্মেদ ও মুক্তা চৌধুরী ফাউন্ডেসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ভোগনগর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী হাসান মোঃ বদরুদ্দোজা চৌধুরী মুক্তা আলাহাজ্ব বজির উদ্দিন আহম্মেদ ও মুক্তি চৌধুরী ফাউন্ডেসন প্রতিষ্ঠা করে। গত মঙ্গলবার উক্ত ফাউন্ডেসনের উদ্যোগে কবিরাজ হাট আলহাজ্ব হাসকিং মিল চত্ত্বরে আলোচনা সভা, বিশেষ মনাজাত ও ইফতার অনুষ্টিত হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোগনগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান পান্না। বিশেষ অতিথি হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক হোসেন, মটর পরিবহন শ্রমিক নেতা বুলু উপস্থিত ছিলেন।