এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুরের বীরগঞ্জে অগ্নিকান্ডে ১৫টি ভূম্মিভূত, ২৫ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার সদর থেকে ৩০ কিলোমিটার উত্তরে মরিচা ইউনিয়নের শালবাড়ী ডাবড়া (মুন্সিপাড়া) গ্রামে গত বৃহ¯প্রতিবার সন্ধ্যায় রান্না ঘরের চুলার আগুনে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মুহুর্তেই বাহাজ উদ্দিন, বাদশা মিয়া, হাফিজুল, হাবিবুর, সাইদুল, ফারজুল, সাইফুল, ঈদ্রিশ, জব্বার, শাহাজাহান, জামাল, মোস্তফা, খলিল মিয়া, আব্দুল জলিল ও দুালল মিঞার বাড়ীসহ ১৫টি বাড়ীতে অগুন ছড়িয়ে পরে। স্থানীয় শতশত মানুষ ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে ব্যার্থ হয়। আগুনে ধান, চাউল, গম, ভূট্টা, সরিসা, কালাই, ঘরের আসবাবপত্র, টাকা-পয়সা, স্বর্ণালংকার, থালা-বাসন ও কাপর-চোপর পুরে ছাই হয়ে গেছে। সংবাদ পেয়ে ঠাকুরগাঁও জেলা সদর থেকে ফায়ার সার্ভিস সন্ধ্যায় এসে আগুন নিযন্ত্রন করেছে।
মরিচা ইউপি চেয়ারম্যান আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল ঘটনাস্থল থেকে জানান, আনুমানিক ১৫টি পরিবারের ২০-২৫ লক্ষ টাকার মালামাল পুরে গেছে।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলম হোসেনের নির্দ্দেশে প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হাই সরকার ঘটনাস্থলে গিয়ে রাতের খাবারের জন্য তাৎক্ষনিক ভাবে প্রতিটি পরিবারে ১০কেজি হারে ১৫০কেজি চাউল ও ২টি করে কম্বল সরকারী ভাবে প্রদান করা হয়েছে।