ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক কোটি মানুষের বসবাস। তবে এটাও সত্যি, বিশ্বে যেসব শহর খুব দ্রুত ডুবে যাচ্ছে, জাকার্তা সেগুলোর মধ্যে একটি। বিবিসি অনলাইন বলছে, নিয়ন্ত্রণ করা না গেলে এই মেগাসিটির অনেক অংশ ২০৫০ সালের মধ্যে পানিতে তলিয়ে যেতে পারে। গবেষকেরা এমন ভয়ংকর তথ্য দিয়েছেন।
জাকার্তার অবস্থান জলাভূমিতে। জাভা সাগরের ঢেউ আছড়ে পড়ে এই ভূমিতে। চারপাশে রয়েছে ১৩টি নদী। বিশেষজ্ঞরা বলেন, এসব কারণেই জাকার্তায় প্রায়ই বন্যা হয়। পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে। পরিণামে শুধু বন্যাই নয়, এই ভূমি হারিয়ে যেতেও পারে।