বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন শক্তিশালী অস্ট্রেলিয়ান ফুটবল দলের বিরুদ্ধে লড়াই করছে বাংলাদেশ দল। বাংলাদেশের তুলনায় বহুগুণে শক্তিশালী অস্ট্রেলিয়া দলের, ফুটবলের সবেচয়ে বড় আসর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে চারবার। আর ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশ যেখানে ১৭০ তম অবস্থানে সেখানে অস্ট্রেলিয়ার অবস্থান ১০৯ ধাপ এগিয়ে ৬১ নাম্বারে।
বুধবার বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় পার্থের এনআইবি স্টেডিয়ামে সকারুদের বিপক্ষে মাঠে নামে লাল-সবুজের বাংলাদেশ। প্রতিপক্ষ দারুণ শক্তিশালী হলেও শেষবিন্দু দিয়ে লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা।
তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকলেও বাংলাদেশের সঙ্গে হোম ম্যাচের আগে স্বস্তিতে নেই টিম-সকারু। ইনজুরিতে খেলছেন না গোলকিপার ম্যাট রায়ানসহ ৪ ফুটবলার। টিম কম্বিনেশন নিয়ে সমস্যার পাশপাশি আর্থিক দেনাপাওনা নিয়েও ফেডারেশনের সঙ্গে বোঝাপড়া নেই অস্ট্রেলিয়া দলের। তবে কিরঘিজস্তানের সঙ্গে বাছাই পর্বের প্রথম ম্যাচের জয়ের ধারা বজায় রাখতে চাইছে টিম-কাহিল ও তার দল।
ফিফা র্যাঙ্কিয়ের ৬১ নম্বর দল অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করছে র্যাঙ্কিংয়ের ১৭০ নম্বরে থাকা বাংলাদেশ। অনুমিতভাবেই এগিয়ে আছে সকারুজরা। প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়ে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের হয়ে জোড়া গোল করেছেন টমাস রোজিক। এছাড়া ম্যাথিউ লেকি ও নাথান বার্নস একটি করে গোল করেছেন।