খেলাধুলা ডেস্ক : বিরাট কোহলি ২০০৮ সালে ওয়ানডের মাধ্যমে আর্ন্তজাতিক ক্রিকেটে এসেছেন। নিজের পারফরম্যান্স দিয়ে এরই মধ্যে ক্রিকেটের অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন। অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর কোহলি অনেক সফলতা এনে দিয়েছেন ভারতকে।
বিরাট কোহলির অনেক রেকর্ডের মধ্যে ১০টি বিরল রেকর্ড:
১.শচিন টেন্ডুলকারের পর এখন একমাত্র বিরাট কোহলিরই ওয়ানডেতে ৩৪টি সেঞুরির রেকর্ড রয়েছে।
২.এক বছরের মধ্যে অধিনায়ক কোহলির অধীনে রয়েছে ৬টি শতরান। যা আর কোনও ক্রিকেট অধিনায়কের নেই।
৩.বিশ্বে ক্রিকেটে দ্রুততম ৯ হাজার রানের রেকর্ডও বিরাটের দখলে। ১৯৪ ইনিংসে তিনি ৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন। এর আগে ২০৫ ইনিংসে নয় হাজার রান করার রেকর্ড ছিল এবিডি’র।
৪.একমাত্র ব্যাটসম্যান হিসেবে কোহলিই পরপর দু’বছরের মধ্যেই তিনটি দ্বিশতরান করেছেন।
৫.মাত্র ২৭ ইনিংসেই টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের মালিক বিরাট।
৬.অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৩ শতরান করেছেন বিরাট কোহলি। এর আগে এই ক্লাবের শীর্ষে ছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
৭.দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে ৬ বার ৩০০ এর অধিক রানের রেকর্ড করেছেন বিরাট কোহলি। যা আর অন্য ক্রিকেটার পারেননি।
৮.অধিনায়ক হিসেবে এক বছরে সব থেকে বেশি রান করার রেকর্ড অর্জন করেছেন কোহলি। ২০১৭ তে কোহলির মোট রান ১৪৬০। এর আগে এই রেকর্ড ছিলো সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টেংয়ের।
৯. টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার ৫টি ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙে কোহলিই এখন পৃথিবীর একমাত্র ক্রিকেট অধিনায়ক যিনি টেস্টে ৬টি ডাবল সেঞ্চুরি করেছেন।
১০. ২০১৬ ক্রিকেট বর্ষে তিন ফরম্যাটে ৫০ এর উপর গড় ছিলো বিরাট কোহলির। যা আর কোন ক্রিকেটারের নেই।