খেলাধুলা ডেস্ক : কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের বিপক্ষে খেলবে বার্সেলোনা। আর রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ লেগানেস। শুক্রবার স্প্যানিশ কাপের কোয়ার্টার-ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়।
লা লিগার ক্লাব সেল্তা ভিগোকে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলে হারিয়ে শেষ আটে ওঠে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। আর শেষ ষোলোয় দুই লেগ মিলিয়ে দ্বিতীয় সারির ক্লাব নুমানসিয়াকে ৫-২ ব্যবধানে হারায় রিয়াল।
স্পেনের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে শেষ নয়বারের নকআউট পর্বের দেখায় একবারও জিততে পারেনি এস্পানিওল। ১৯৬১ সালে শেষবার নকআউট পর্বে বার্সেলোনাকে হারিয়েছিল তারা। লিগেও বার্সেলোনার কাছে শেষ ১৭ ম্যাচে জয়ের স্বাদ পায়নি দলটি।
আর লেগানেসের বিপক্ষে চারটি প্রতিযোগিতামূলক ম্যাচের সবকটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটের অন্য দুই ম্যাচে মুখোমুখি লড়বে আতলেতিকো মাদ্রিদ-সেভিয়া ও ভালেন্সিয়া-আলাভেস।