
বাউল উদাস ভানু অসুস্থ, কন্ঠে গানের পরিবর্তে কেবল সাহায্যের আবেদন। তখন ২০১৭ সাল।
অগ্রদৃষ্টি মিডিয়া পরিবার দায়িত্ব নিলো বাউলের চিকিৎসার জন্য।
ওই সময় স্বনামধন্য ডাক্তার ফারহানা মোবিন ঢাকা স্কয়ার হাসপাতালে কর্মরত ছিলেন।আমার প্রিয় বোন মানবিক ডাক্তার ফারহানা মোবিন সবকিছু দিয়ে বাউলকে সুস্থ করে তুলার জন্য অবর্ণনীয় চেষ্টা করেছিলেন। ছোট ভাই সাংবাদিক বদরুল আলম চৌধুরী সবসময় সাথে ছিল। উদাস ভানু ২০১৭ সালের শেষের দিকে পরলোকগমন করেন।

ফারহানা মোবিন “লেখক, চিকিৎসক ও উপস্থাপিকা”
মৃত্যুর আগ মুহূর্তে অসুস্থ কন্ঠে বাউলের জীবন সমাপ্তি ক্ষণের একটি গান আমাকে অনেক কাঁদিয়েছিল। আজও সেই গানের কথা গুলো আমাকে অবিরত কাঁদায়।
উল্লেখ্য, কয়েক বছর আগেও সুযোগ ছিল ফ্রি মেডিকেল ক্যাম্পিং, বৃক্ষরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, টিউবওয়েল বিতরণ, শীতবস্ত্র বিতরণ সহ অনেক গুলো ভালো কাজ করার।

মুরাদুল হক চৌধুরী, “আহ্বায়ক, বাংলাদেশ কমিউনিটি, কুয়েত“
তখন ওইসব কাজে ডাক্তার ফারহানা মোবিন অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। ওই সময়ে ফ্রি মেডিকেল ক্যাম্পিং এর কাজে সার্বিকভাবে সহযোগিতা করে কুয়েতে বাংলাদেশ কমিউনিটির আহ্বায়ক, জালালাবাদ অ্যাসোসিয়েশনের কুয়েতের সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আ.হ.জুবেদ (“প্রধান সম্পাদক, অগ্রদৃষ্টি” ও বাউল উদাস ভানু)
আমি সেসব গুণী মানুষদের ভালো কাজে সহযোগিতার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।