ঢাকা- বাংলা নববর্ষ ১৪২৩ উদযাপন উপলক্ষে, স্যামসাং মোবাইল বাংলাদেশ স্টোরগুলোকে সাজিয়েছে নতুন রঙে, এছাড়াও স্যামসাং মোবাইল বাংলাদেশ এই প্রথমবারের মতো বাংলাদেশের জন্য জে সিরিজের হ্যান্ডসেটগুলোতে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন প্যাকেজিং। এই প্যাকেজিং-এর রঙ ও নকশা বাঙালীদের প্রাণপ্রিয় উৎসবের আমেজকে সত্যিকারভাবেই তুলে ধরেছে।
স্যামসাং-এর স্টোরগুলোকে সাজানো হয়েছে পহেলা বৈশাখ আমেজে, এছাড়াও নিয়ে এসেছে বৈশাখী থিম যাতে গ্রাহকরা সত্যিকারভাবেই এ উৎসবকে উপভোগ করতে পারেন।
দেশের সবচেয়ে বড় এই সাংস্কৃতিক উৎসবে স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউন বলেন, “বাংলাদেশে পহেলা বৈশাখ সংস্কৃতি মেলবন্ধনের একটি উৎকৃষ্ট উদাহরণ। আসন্ন বছরকে স্বাগত জানাতে সকল স্তরের মানুষ এই দিবস উদযাপন করে। স্যামসাং-এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং নতুন বছরে সবার জন্য মঙ্গল কামনা করছি। তিনি আরও বলেন, “বাঙালী ঐতিহ্য ও অনুপ্রেরণায় স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্রাহকদের জন্য নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করেছে এবং নববর্ষ উপলক্ষে স্যামসাং স্টোরগুলোকে সাজিয়েছে নতুন রঙে”।
স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানী লিমিটেড সম্পর্কে
অভিনব এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে স্যামসাং ইলেকট্রনিক্স কোঃ লিঃ বিশ্ব পরিবর্তনের অঙ্গীকার নিয়ে টিভি, স্মার্টফোন, পরিধানযোগ্য ডিভাইস, ট্যাবলেট, ক্যামেরা, ডিজিটাল অ্যাপ্লায়েন্স, প্রিন্টার, মেডিকেল সরঞ্জাম, নেটওয়ার্ক সিস্টেম, সেমিকন্ডাকটর এবং এলইডি সলিউশনে যুগান্তকারী সমাধান প্রদান করছে। স্মার্ট হোম এবং ডিজিটাল হেলথ ইনিশিয়েটিভ এর মাধ্যমে প্রতিষ্ঠানটি “ইন্টারনেট অফ থিংস” এ অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটিতে বিশ্বজুড়ে ৮৪টি দেশে ৩২০,০০০ জন কর্মী কাজ করে এবং বাৎসরিক আয় ২৫০ বিলিয়ন মার্কিন ডলার।
বিস্তারিত জানতে যোগাযোগ ….
মাহজাবিন ফেরদৌস
লিড । বিটিএল, ডিজিটাল এন্ড পিআর
মোবাইল বিজনেস । স্যামসাং ইলেকট্রনিকস কো: লিমিটেড
স্যামসাং, বাংলাদেশ ব্রঞ্চ অফিস
ইমেইলঃ সধযুধনরহ.ভ@ংধসংঁহম.পড়স
পার্থ সরকার
হেড অফ মিডিয়া রিলেশনস
কনসিটো পিআর । নিযুক্ত পিআর এজেন্সি
স্যামসাং, বাংলাদেশ ব্রঞ্চ অফিস
মোবাইলঃ +৮৮০১৬১২২২৬২০২