প্রবাসে নিজেদের ভাগ্য পরিবর্তনের সাথে সাথে বৈধ চ্যানেলে যারা দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন তাদেরকে বাংলাদেশ সরকার সি আই পি সম্মননায় ভূষিত করেছেন। এবার ২০১৫ সালের বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা এক কোটি প্রবাসীর মাঝে ১২ জনকে দেয়া হয় সিআইপি সম্মাননা। ১২ জনের মধ্য ৬ জনই সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী। তাদের এই বিরল সম্মাননাকে আরো অর্থবহ করতে গত বুধবার সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইর বাংলাদেশ কন্সুলেটে দেয়া হয় এক সংবর্ধনা।
দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল এস বদিউজ্জমানের সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা: মোহাম্মদ ইমরান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন দুবাই বিজনেস কাউন্সিলের সভাপতি ও আল হারাইমান গ্রুপের চেয়ারম্যান সিআইপি মাহাতাবুর রহমান নাসির, সিআইপি ওমর ফারুক, সিআইপি আখতার হোসেন, সিআইপি মোহাম্মদ সেলিম, সিআইপি আবুল কালাম, সি্আইপি জেসমিন আকতার প্রমুখ।
অনুষ্টানে রাষ্ট্রদূত বলেন,বৈধ চ্যানেলে টাকা পাঠিয়ে প্রবাসীরা দেশকে এগিয়ে নিচ্ছেন। বিশ্বের ১২ জন সি আই পির মধ্যে ৬ জনই আমিরাতে প্রবাসী এটা সত্যিই আমিরাত প্রবাসীদের জন্য গৌরবের বিষয়। তিনি প্রবাসে বিনিয়োগের সাথে সাথে দেশকে সমৃদ্ধিশালী করার জন্য প্রবাসী উদ্যোক্তারাআর্্ও এগিয়ে আসবেন এমন প্রত্যাশা করেন সকলের কাছে।