স্টাফ রিপোর্টার – বাংলাদেশ মিলিটারী কমান্ড টু কুয়েত এর উদ্যোগে ২১ নভেম্বর ২০১৭ইং যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে কুয়েতের সুবহান সেনানিবাসে বাংলাদেশ মিলিটারী কমান্ড টু কুয়েত (বিএমসি) এর সদর দপ্তর প্রাঙ্গণে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন, বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান (এনডিসি,পিএসসি)।
এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে দিনের শুরুতেই বিএমসি সদর দপ্তর মসজিদে বিশেষ দোয়া পর পরই নানান আয়োজনের মধ্যে ছিল, ১৯৭১ সাল থেকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ১৯৯১ সাল থেকে বিএমসি’র ক্রমধারার উপর একটি দর্শনীয় চিত্র প্রদর্শিত করা হয়।
দিবসটির নানান আয়োজনের মধ্যে ছিল, বিএমসি’র সদস্যবৃন্দ কর্তৃক মনোজ্ঞ শরীর চর্চা, কুচকাওয়াজ ও ব্যান্ড প্রদর্শনী।
বিশেষ এদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য বিএমসি ম্যাগাজিন ২০১৭ এর মোড়ক উন্মোচন করা হয়।শেষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।