বিশেষ প্রতিনিধিঃ কুয়েতে জমকালো এক অনুষ্ঠানের মধ্যদিয়ে বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার কুয়েতের কেবেড এলাকার এক রিসোর্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আয়োজক সংগঠনের সভাপতি হযরত আলী মল্লিক।
সাধারণ সম্পাদক কোরবান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টাবৃন্দ যথাক্রমে, আব্দুল কাদের মোল্লা, প্রকৌশলী ফরিদ উদ্দিন,মোজাম্মেল হক ও তৌহিদুল আলম চৌধুরী।
বক্তব্য রাখেন, আবুল হাসেম এনাম, মানিক মোল্লা, সাঈদ নুর,সুহেল রানা, কামাল আহমেদ, সুহেল চৌধুরী, জাফর আহমদ,নাসির উদ্দিন খোকন, তারেক হাসান, সফি উল্লাহ,আবুল বাশার, মোমিন আল করিম, এম এ মকসুদ হুসেন, মনির খান শিবলি, মোহাম্মদ ওয়াসিম, ওমর ফারুক, সাইদ রনি সহ আরো অনেকে।
কুয়েতে এই প্রথম বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন নামে একটি সংগঠনের আত্মপ্রকাশের কথা উল্লেখ করে বক্তারা বলেন, শরীর-মন দুটোই ভালো রাখার ক্ষেত্রে খেলাধুলা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।
তারা বলেন, ”সুস্থ প্রবাসী সমৃদ্ধ বাংলাদেশ” এই সংগঠন প্রতিষ্ঠার মধ্যদিয়ে প্রবাসীরা খেলাধুলার মাধ্যমে শরীরচর্চা করে নিজেদের সুস্থ রাখতে পারবেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, স্থানীয় প্রবাসী বাংলাদেশি কণ্ঠশিল্পীরা।