আল আমিন রানা,কুয়েত প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফরওয়াননিয়া শাখার সভাপতি আনোয়ার মৃধার মা ছফুরা খাতুন’র মৃত্যুতে কুয়েত বিএনপির পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করেন কুয়েত সিটির গুলশান হোটেলে ৭ই আগষ্ট ২০১৫। অনুষ্ঠানে সভাপত্বিত করেন বীর মুক্তিযাদ্ধা মো: শরিফ হোসেন,সভাপতি বিএনপি কুয়েত । আজাদ নুরের পরিচালনায় উপস্থিত ছিলেন , কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের মোল্লা,সহ সভাপতি আনোয়ার হোসেন মন্টু,সৈয়দ নওশাদ,এলএফ কুয়েত সভাপতি জাফর আহমেদ চৌধুরী এম.কম, কামাল হোসেন, কবি আব্দুর রহিম,জাকির হোসেন,শের আলী খান,সিদ্দিক সরকার,আক্তার হোসেন,সাংবাদিক জালাল উদ্দীন,সাংবাদিক আল আমিন রানা,প্রমুখ। মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআন তেলোয়াত করেন হাফেজ মো: শাহজাদ মৃধা,দোয়া পরিচালনা করেন হাফেজ মো: আমীর হোসেন ।
অনুষ্ঠানে মরহুমার বড় ছেলে মোতালেব হোসেন মৃধা ও আনোয়ার হোসেন তার মার স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্টানস্থলে একসময় অশ্রুসিক্ত নয়নে আবেগ জড়িত কন্ঠে মমতাময়ী মায়ের প্রতি সন্তানের ভালবাসার কথা বলেন।
এদিকে সদ্যমৃতা মায়ের সন্তান, রাজনৈতিক সংগঠকরা সকলের কাছে মরহুমা মায়ের জন্য দোয়া কামনা করেছেন।