
প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও প্রবাসীদের স্বার্থেই কাজ করার ইচ্ছে আছে।
ইনস্টিটিউট ইঞ্জিনিয়ার্স এর সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বাংলাদেশ কমিউনিটি কুয়েতের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।
বৃহস্পতিবার (৩ জুলাই) কুয়েতের খাইতান এলাকায় বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন।

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবু মনির ও কমিউনিটির অন্যতম নেতা কোরবান আলীর যৌথ সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
ইন্সটিটিউট ইঞ্জিনিয়ার্স কুয়েতের সভাপতি প্রকৌশলী আব্দুল কুদ্দুস মল্লিক, প্রকৌশলী মোহাম্মদ আতার আলী, প্রকৌশলী এম.আই আলম,প্রকৌশলী সোলেমান কবির,প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন কুয়েতের সভাপতি মোরশেদ আলম ভূঁইয়া প্রমুখ।

বক্তব্য রাখেন,নজরুল ইসলাম শাহিন,সুহেল রানা,ওয়াসিম সানি,শফি উল্লাহ প্রধান, রফিকুল ইসলাম,টুটুলসহ আরও অনেকে।
এছাড়াও কুয়েতে বাংলাদেশি কমিউনিটির নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।











