ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিবিসিকে জানিয়েছেন তিন মাসের জন্য নির্বাচনটি স্থগিত করেছে আদালত।
আগামী ২৬শে ফেব্রুয়ারি মেয়র পদে উপনির্বাচনের পাশাপাশি কিছু ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হওয়ার কথা ছিলো।
মেয়র আনিসুল হকের মৃত্যুতে মেয়র পদটি শূন্য হয়েছিলো। গত ৩০শে নভেম্বর তিনি লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মেয়র পদে নির্বাচনের জন্য ইতোমধ্যেই আওয়ামী লীগ থেকে আতিকুল ইসলাম ও বিএনপি থেকে তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয়া হয়েছে।
তারা দুজনেই ব্যবসায়ী হিসেবে পরিচিত।
তবে এ নির্বাচন নিয়ে মঙ্গলবারই রিট হয়েছিলো আদালতে।
মেয়র পদে উপনির্বাচন ও দু সিটিতে নতুন যুক্ত হওয়া ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসলেন কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ ই জানুয়ারি তফসিল ঘোষণা করেছিলো নির্বাচন কমিশন।
এ তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ও তফসিলের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করেছিলেন ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান ও বেরাইদ ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ দুটি ইউনিয়নকেই এবার ঢাকার সিটির আওতায় আনা হয়েছে।
এখন আদালত স্থগিতাদেশ দেয়ায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলো।
সূত্র, বিবিসি