বাংলাদেশে আরও ছয়জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।
নতুন ছয়জনকে নিয়ে বাংলাদেশে মোট ৩৩ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হওয়ায় দেশে কভিড-১৯ এ তিনজনের মৃত্যুর খবর এ পর্যন্ত নিশ্চিত করল আইইডিসিআর।
এর বাইরে সিলেট, খুলনা ও ভৈরবে আরও চারজন করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন বলে স্থানীয় প্রশাসন জানালেও পরীক্ষা না হওয়ায় আইইডিসিআর এখনও তাদের নাম মৃতের তালিকায় আনেনি।
ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা রোববার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।
তিনি বলেন, “গত ২৪ ঘণ্টায় আইইডিসিআর ৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে ৬ জনের মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে। তাদের মধ্যে একজন গত ২৪ ঘণ্টায় মারা গেছেন।”
এছাড়া মোট ৫১ জনকে আইসোলেশনে এবং সংক্রমিত হতে পারেন এই ধারণা থেকে ৪৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে বলে তথ্য দেন অধ্যাপাক ফ্লোরা।
তিনি জানান, নতুন যে ৬ জন রোগীর মধ্যে কভিড-১৯ ধরা পড়েছে, তাদের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী।
ছয়জনের মধ্যে দুই জনের দেশের বাইরে ভ্রমণের ইতিহাস ছিল। তাদের একজন ভারত থেকে, আরেকজন বাহরাইন থেকে এসেছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ১ জনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে এবং ১ জন সত্তরোর্ধ্ব।
এই নতুন রোগীদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মী। আর মোট আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক ও দুজন নার্স রয়েছেন।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর গত ৮ মার্চ প্রথম বাংলাদেশে তিনজন এ রোগে আক্রান্ত হওয়ার খবর জানায় আইইডিসিআর।