চীন প্রতিনিধি: চীনের “নানচিং ইউনিভার্সিটি অব দ্যা আর্টস” এর ২০২০-২১ সেশনের এক্সিলেন্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চাইনিজ নববর্ষ উদযাপন অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেয়া হয়।
স্নাতকোত্তর প্রোগ্রাম থেকে বাংলাদেশের শিক্ষার্থী সুব্রত কুমার ভৌমিক এবং স্নাতক প্রোগ্রাম থেকে মালেশিয়ার শিক্ষার্থী শিন ইন এবছর সেরা বিদেশী শিক্ষার্থী হিসেবে সম্মাননা গ্রহন করেন।
উল্লেখ্য যে, সুব্রত কুমার ভৌমিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক ডিগ্রী সম্পন্ন করেন এবং ২০১৮ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে উচ্চ শিক্ষার জন্য চীনে আসেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইনে মাস্টার্স করছেন।