বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ভয়াবহ বন্যায় সীমাহীন ক্ষতিগ্রস্ত, চরম অসহায় মানুষদের সাহায্যার্থে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) কুয়েত সিটির হলিউডে ইন হোটেলে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন।
সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উপদেষ্টা আলীম উদ্দিন, সহ-সভাপতি সুরুক মিয়া, লেছু মিয়া,যুগ্ম-সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ-সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন, প্রচার সম্পাদক আলাল আহমদ, সহ-প্রচার সম্পাদক সোহান আহমদসহ অনেকে।
অনুষ্ঠানে জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ব্যানারে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নগদ অর্থ সংগ্রহ করা হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দরা মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বন্যাদুর্গত এলাকায় মানুষদের মানবেতর জীবনযাপন এর কথা উল্লেখ করে বলেন,সিলেট অঞ্চলের মানুষেরা দুয়েক এক বছর পর পর প্রাকৃতিক দুর্যোগের কারণে সীমাহীন ক্ষতিগ্রস্ত হন।এতে ঘরবাড়ি, আসবাবপত্রসহ অনেক মূল্যবান জিনিসপত্র হারাতে হয় বন্যাদুর্গত এলাকার বাসিন্দাদের।
তারা বলেন, যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সীমাহীন ক্ষতি কোনোভাবেই পুষিয়ে দেয়া সম্ভব নয়। তবুও জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত সাধ্যমতো বৃহত্তর সিলেট অঞ্চলে বন্যার্তদের বরাবরই সহায়তা করে আসছে।
তারা আরও জানান, এবার সিলেটে বন্যাদুর্গত এলাকায় সংগঠনের প্রবাসী সংগঠকরা ব্যক্তিগতভাবে সহায়তার পাশাপাশি জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের ব্যানারে নগদ অর্থও সংগ্রহ করা হয়েছে।